ঘাটাইল এক মাথায় চার চোখ বিশিষ্ট শিশুর জন্ম

0
29

মোঃ হেলাল তালুকদার , ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইলে এক মাথা ও দুই মুখ ও চার চোখ বিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম দিয়েছে স্বপ্না নামে এক গৃহবধূ। টাঙ্গাইলে ঘাটাইল ডিজিটাল ক্লিনিক এন্ড নাসিং হোমে রোববার বিকাল শিশুটি জন্ম গ্রহন করে। ক্লিনিকের ম্যানেজার ও গৃহবধূর শ্বশুর মোকছেদ আলী জানান, টাঙ্গাইলের গোপালপুর মাদারজানি গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী স্বপ্না । স্বপ্নার বাবার বাড়ি ভূযাপুর পাচ তেইল্লা গ্রামে। দেড় বছর আগের তার বিয়ে হয়। আজ(১৩ সেপ্টেম্বর,) রবিবার সকালে সিজারিয়ান অপরাশেন করানোর জন্য উপজেলা সদরের ডিজিটাল ক্লিনিক এন্ড নাসিং হোমে ভর্তি করান। বিকাল ৫টায় তার অপারেশন করানো হয়। অপারেশন করান ডা. মো. ইসহাক আলী। এ সময় এক মাথা দুই মুখ চার চোখ বিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম দেয় গৃহবধূ। জন্ম দেয়ার এক ঘন্টা পর শিশু মারা যায়। পরে গৃহবধূর পরিবার শিশুটিকে দাফন করানোর জন্য বাড়িতে নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here