ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥
হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষনাকে কেন্দ্র করে পদবঞ্চিতদের ঝাড়ু মিছিলের প্রতিবাদে পাল্টা প্রতিবাদ মিছিল করেছে বর্তমান কমিটির নেতৃবৃন্দ। বানিয়াচং উপজেলা ছাত্রদল ও জনাব আলী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা ও পকেট কমিটি আখ্যা দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব আব্দুল্লাহ ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও সাধারন সম্পাদক রুবেল চৌধুরীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে পদবঞ্চিত নেতা কর্মীরা। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক জহির লস্করের নেতৃত্বে স্থানীয় বড় বাজারে এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। গত ১ লা সেপ্টেম্বর সোমবার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদক জেলার ১৯ টি কমিটি ঘোষনা করেন। এরমধ্যে বানিয়াচং য়ের ২টি ইউনিট কমিটির নাম ও রয়েছে। এখবর চাউর হওয়ার পর থেকেই পদবঞ্চিতদের মাঝে ক্ষোভ বিরাজ করেছিল। মিছিলের আভাস পেয়ে বিক্ষোভকারীদের থামাতে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুর রহমান ও যুগ্ম আহবায়ক শেখ বশীর আহমদ। এক পর্যায়ে কোনো ধরনের মিছিল না করার আশ্বাস পেয়ে তাদেরকে সেখান থেকে বিদায় দিয়ে তারা চলে আসেন। এরই মধ্যে বানিয়াচং থানা পুলিশ নাশকতার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিছিলকারীদের বাধা প্রদান করলে বিদ্রোহীরা বড় বাজার সোনালী ব্যাংকের সামন থেকে বাজারের প্রধান প্রধান সড়কে মিছিল করে। নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন, ইমদাদুল ইসলাম রকি, ইজাজুল ইসলাম, পদবঞ্চিত নেতাদের মধ্যে কবির আহমদ, আবু তাহের, মাহমুদুল হাসান মামুন, মশিউর রহমান মামুন, শাহরিয়ার বিলাস প্রমুখ মিছিলে অংশনেন। মিছিলের খবর চাউর হলে প্রতিপক্ষ নব গঠিত কমিটির নেতৃবৃন্দ জড়ো হয়ে কেন্দ্রীয় নেতা আহমদ আলী মুকিব আব্দুল্লাহ জেলা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিছিল ও মান হানীকর শ্লোগান দেওয়ায় তাৎক্ষণিক বড়বাজারে প্রতিবাদ মিছিল করে। উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক মুবাশ্বির আহমদ মজনু ও জনাব আলী ডিগ্রি কলেজের ছাত্রদলের আহবায়ক শেখ বাকের এর নেতৃত্বে মিছিল শেষে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দীন ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শরীফ উদ্দিন ঠাকুর,লিটন ঠাকুর, শেখ রাসেল, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুজ্জামান মুবিন, নাসির উদ্দিন প্রমুখ। বিদ্রোহীদের বক্তব্যে ও গনতান্ত্রিক এই পকেট কমিটির বিলুপ্ত করে অসিরেই নতুন কমিটি দিতে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি আহবান জানান। অপরদিকে নতুন নেতৃত্বে আসা নেতৃবৃন্দ এই কমিটিকে সময় উপযোগী সুন্দর কমিটি হয়েছে বলে বক্তব্য রাখেন। উভয় পক্ষের পাল্টা পাল্টি মিছিলের বক্তব্যে বানিয়াচংয়ে রাজনৈতিক পরিবেশ পরিশ্চিতি ঘোলাটে ও এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।