বরগুনা প্রতিনিধি।।
জাতীয়তাবাদী ছাত্র দল তালতলী উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বরগুনা জেলার অধীনস্থ ৬ টি উপজেলার ১৫ ইউনিট কমিটি ঘোষণা করা হয়। তালতলীতে সদ্য সাবেক সাধারণ সম্পাদক হাওলাদার মোঃ নাসির উদ্দিন কে আহবায়ক ও মোঃ জহিরুল ইসলাম কে জনি কে সদস্য সচিব করে ১২ জন যুগ্মআহবায়ক ও ৭ জন্য সদস্য দিয়ে উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ফেব্রুয়ারী মাসে কেন্দ্রীয় ছাত্রদলের বরিশাল বিভাগীয় টিমের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে প্রত্যেক প্রার্থী দের সাথে কথা বায়োডাটা সংগ্রহ করে দীর্ঘ যাচাই বাছাইয়ের পারে কমিটি ঘোষণা হয়। অধিকাংশ নেতাকর্মীরা নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন। অপরদিকে কিছু নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। আহবায়ক নাসির ও সদস্য সচিব জহির বরিশাল বি এম করলে থেকে অনার্স, মাস্টার্স শেষ করেছেন। নাসির উদ্দিন এর আগে উপজেলা ছাত্রদলে সাধারণ সম্পাদকের দায়ীত্ব পালন করেন। সদস্য সচিব জহির বরগুনা জেলা ছাত্রদলের সদস্য এবং বি এম কলেজে রাজনীতি করেছেন। অধিকাংশ উচ্চশিক্ষিত নেতাকর্মীদের জায়গায় হয়েছে নতুন এই কমিটিতে। ঘোষিত এই কমিটিতে অনেক যুগ্মআহবায়ক সিনিয়র জুনিয়র নিয়ে প্রশ্ন তুলেছেন, নতুন কমিটির জুয়েল মিয়া, জুয়েল রানা শাহজালাল ক্ষোভ প্রকাশ করে বলেন ২/৩ বছর রাজনীতি করা আমাদের ৬/৭ ব্যাচ জুনিয়রদের নিচে আমাদের রাখা হয়েছে। এই কমিটি মানিনা। তালতলী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ কেও অবমূল্যায়ন করা হয়েছে। এমন একজনকে ২ নং যুগ্মআহবায়ক করা হয়েছে যে কোনদিন তালতলী রাজনীতি করেনি। জানতে চাইলে নবনির্বাচিত আহবায়ক, সদস্য সচিব বলেন বলেন তালতলী এই প্রথম সকল পক্ষকে সমন্বয় করে একটি কমিটির ঘোষণা করা হয়েছে যদিও কিছু ত্রুটি বিচ্যুতি আছে যুগ্মআহবায়কের ক্ষেত্রে সিনিয়র জুনিয়র মানা হয়নি কিন্তু আমরা যাদের অবমূল্যায়ন হয়েছে তাদের পদের ভিত্তিতে নয় সিনিয়রিটি দিয়ে মূল্যায়ন করে সবাইকে নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চাই। যুগ্মআহবায়ক রুবেল মিয়া বলেন যে লোক কোনদিন তালতলী উপজেলায় রাজনীতি করেনি সে কিভাবে আমাদের উপরে থাকে? ভাইসচেয়্যারম্যান মোস্তাফিজুর রহমান বলেন কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে কিন্তু কমিটি ভালো হয়েছে। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মামুন বলেন অনেক ভালো কমিটি হয়েছে, মাঠের গ্রহনযোগ্য কমিটি হয়েছে। কমিটির যুগ্মআহবায়ক ফারুক হোসেন, রুবেল মিয়া, মাসুদ রানা, সুমন, কামরুল হাসান অমিত, জুয়েল রানা শাহজালাল, আরিফ রাজা, জুয়েল মিয়া, রিয়াজুল ইসলাম কায়েশ। কমিটির ১ নং সদস্য রাকিবুল ইসলাম। ঘোষিত কমিটিকে ৬০ দিনের মধ্যে অধীনস্থ ইউনিট কমিটি গঠন করে জেলা ছাত্রদলের কাছে জমা দিতে বলা হয়েছে।