সোহান সোহাগ মনপুরা প্রতিনিধিঃ-
মনপুরা উপজেলায় বিরাট প্রত্যাশা। দীর্ঘ ৮ বছর অপেক্ষা ও বহু প্রতিক্ষার পর ১৮/৮/২০২০ ভোলা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনপুরা উপজেলা ছাত্রদল ও মনপুরা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষানা করেছে ভোলা জেলা ছাত্রদল। নতুন কমিটি নিয়ে মনপুরা উপজেলা বিএনপি ও তৃনমূল ছাত্র নেতাদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ ও হতাশা। পদবঞ্চিতদের দাবী এই কমিটি গঠনের ক্ষেত্রে সক্রিয় ও নিষ্ক্রিয় ভূমিকার মূল্যায়ন করা হয়নি। নিষ্ক্রিয় নেতারাই নবগঠিত কমিটিতে সক্রিয়দের পেছনে ফেলেছেন। এছাড়ও ভোলা জেলা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে নেতৃত্ব বিক্রির অভিযোগ তুলছেন একাংশের ছাত্রনেতারা। সদ্য ঘোষিত মনপুরা উপজেলা ছাত্রদল ও মনপুরা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে চলছে সমালোচনা, ক্ষোভ আর অসন্তোষ। শোনা যাচ্ছে অপ্রত্যাশিত কমিটি হওয়াই মনপুরা উপজেলা ছাত্রদলে বিভক্তির পূর্বাভাস। পদবঞ্চিতদের অভিযোগ,কমিটি গঠনে মানা হয়নি গঠনতন্ত্রের নিয়মনীতি। ছাত্রদলে যার প্রাথমিক সদস্য পদও ছিলনা এরকম আওয়ামী লীগ পরিবারের ছেলে কে বানানো হয়েছে মনপুরা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব। যেটি ছাত্রদলের গঠনতন্ত্র ও নিয়মনীতির পরিপন্থি। নবগঠিত কমিটি নিয়ে সময়ের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনার ঝড়। সদ্য ঘোষিত মনপুরা উপজেলা ছাত্রদল ও মনপুরা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির বেশির ভাগের যোগ্যতা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ, এছাড়া ছাত্রদলের অনেকই এখনো পর্যন্ত ভোটার ও হয়নি । একে তো দলের দুরবস্থা, তার ওপর অাবারঅযোগ্য দের দিয়ে মনপুরা উপজেলা ছাত্রদল ও মনপুরা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি ঘটন করে জেলা ছাত্রদল! সত্যি হাস্যকর মনে করছে মনপুরা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন। এ ধরনের অযোগ্য কমিটি অাগামী দিনের আন্দোলন সংগ্রামে ভুমিকা রাখতে পারবে না মন্তব্য করে মনপুরা উপজেলা ছাত্রদলের সাবেক নেত্রীবৃন্ধ ও মনপুরা উপজেলা বিএনপির তৃনমূলের নেতারা। মনপুরা উপজেলা ছাত্রদল ও মনপুরা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি ঘটন নিয়ে, মনপুরা উপজেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব শামস উদ্দিন বাচ্ছু চৌধুরী সহ মনপুরা উপজেলা বিএনপির নেতা কর্মীরা বর্তমান আহবায়ক কমিটি বয়কট করেন। ছাত্রদলের কমিটি পুনঃবিবেচনার দাবি জানান মনপুরা উপজেলা বিএনপি ও তৃনমূলের নেতাকর্মীরা ।