মোঃ লালচান মাহমুদ শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাটে শরণখোলা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৮ জন। শরণখোলা উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, সাবেক ডাকসু নেতা আব্দুল হক হায়দার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম কালাম। প্রয়াত শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম কামাল উদ্দীন আকনের পুত্র রায়হান উদ্দিন শান্ত, সাবেক সহ সভাপতি ধানসাগর ইউনিয়ন আওয়ামী লীগ ও ধানসাগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল আকন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রীনা আক্তার সাগর। নির্বাচনে অংশগ্রহন করার জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।