সামাজিক সংগঠন ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা কমিটি গঠন।

0
38

সাইফুল ইসলাম ঃ ১৪ সেপ্টেম্বর ম‍ৌলভীবাজার জেলা শাখার সকল সদস্যদের ভোটের ম‍াধ‍্যমে
১। এহছানুল হাছান জুমান (সভাপতি)
২। আরিফ আহমদ (সিনিয়র সহ সভাপতি)
৩। মিজানুর রহমান (সহ সভাপতি)
৪। রাহিন আহমদ (সাধারণ সম্পাদক)
৫। আক্কাশ বিন আলি (যুগ্ন সাধারণত সম্পাদক)
৬। শামিমা আক্তার যুগ্ন (সাধারণ সম্পাদক)
৭ হৃদয় আহমদ সাগর (সাংগঠনিক সম্পাদক)
৮ হাবিবুর রহমান (সহ সাংগঠনিক সম্পাদক)
৯। অমিত দে (অর্থ সম্পাদক)
১০। সুর্মা আক্তার (সহ অর্থ বিষয়ক সম্পাদক)
১১। সাইদুল ইসলাম (প্রচার সম্পাদক)
১২। ফাহিম (সহ প্রচার সম্পাদক)
১৩। জহিরুল ইসলাম (দপ্তর সম্পাদক)
১৪। জেসমিন সহ দপ্তর সম্পাদক
১৫। আব্দুল্লা আল মাহি (ব্লাড ডোনেট বিষয়ক সম্পাদক)
১৬। আকাশ আহমদ রাজেল (প্রকল্প উন্নয়ন ও বাস্তবায়ন বিষয়ক সম্পাদক)
১৭। মামুন আহমদ (আবহাওয়া বিষয়ক সম্পাদক)
১৮। তাহমিদ (ক্রিরা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক)
১৯। আখি (মাদক ও ইভটিজিং বিষয়ক সম্পাদিকা)
২০। ফাতেমা বখত কেয়া (সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদিকা)
২১। শাওন (সদস্য সচিব) নির্বাচিত হয়। কমিটি অনুমোদন কালে উপস্থিত ছিলেন
ইয়ুথ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ সোহাগ হাওলাদার,সিঃসহ সভাপতি রাশেদুল আলম রিয়াজ ও
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাগর সহ অনন‍্য সদস্যরা।

সংগঠনের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আবুবকর হাওলাদার জানান ২১সদস‍্যের নির্বাচিত এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

উল্লেখ মানবতার কল‍্যানে আমরা স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা হয়েছে ইয়ুথ ফাউন্ডেশন। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে এ কমিটি কাজ করবে।

ইয়ুথ ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক কর্যক্রমের মধ্যে রয়েছে
* স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে মানুষকে উৎসাহিত করা।
* দূর্যোকালীন সময় সচেতনতামূলক প্রচার , সুকনা খাবার,
খাবার পানি,চিকিৎসা সেবা প্রদান করা।
* ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার- প্রচারণা কার্যক্রম করা।
* মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সভা-সেমিনার করা।
* পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ করা।
* ইভটিজিং প্রতিরোধে সভা-সেমিনার করা।
* বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামুলক সেমিনার করা।
*জাতীয় দিবস গুলোতে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা।
*সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা।
* ঈদের খুশি ভাগাভাগি করতে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী প্রদান করা।
* অসহায় মানুষের চিকিৎসার জন‍্য সহযোগিতা করা।
* মেধাবী ছাত্র -ছাএীদের আর্থিক সহযোগিতা করা।
এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here