তাজুল ইসলাম তারেক সিঙ্গাপুর প্রতিনিধি:
সিঙ্গাপুরে অবৈধ ভাবে অবস্থান সংক্রান্ত ৪ বাংলাদেশী গ্রেফতার। ৪ জন বাংলাদেশী ও একজন সিঙ্গাপুরিয়ান নাগরিককে আটক করেছে সিঙ্গাপুরে অভিবাসন বিষয়ক কৃর্তপক্ষ ইমিগ্ৰেশন ও চেকপোস্ট অথরিটি (আইসিএ)। অবৈধ ভাবে সিঙ্গাপুরে অবস্থান করায় , (সোমবার ১৭ই আগস্ট) তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন (আইসিএ)। আইসিএ এক বিবৃতিতে জানিয়েছে ন, অভিবাসন সংক্রান্ত অপরাধে কারনে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চার জন বাংলাদেশী এক জন সিঙ্গাপুর নাগরিক । তাদের বয়স ২৫ থেকে ৫৭ বছর মধ্যে। তাদের বিরুদ্ধে অভিযোগ,ও ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া পরেও সিঙ্গাপুরে অবস্থান করছেন। অভিবাসন বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত আছেন ,এমন সব যুক্ত কাজ করেছেন। গত বৃহস্পতিবার আইন প্রয়োগকারীরা যখন অভিযান পরিচালনা করেন , তখন ঐসব ব্যত্তিরা ক্লিনিং বা পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে (আইসিএ) । দোষী সাব্যস্ত প্রমানিত হলে ৬ থেকে ২ বছরের জেল হতে পারে।এর সঙ্গে ৬ হাজার ডলার জরিমানা করা হতে পারে।