বেল্লাল হোসেন বাবু নাটোর জেলা প্রতিনিধি :
অনলাইন বিডি স্টার টিভি তে বরাইগ্রাম উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পাওয়ায় মোঃ মুঞ্জুরুল হক সুজন কে আন্তরিক অভিনন্দন।
একটি কথা না বললেই নয় Congrats! Md.Monjurul Haque Sujon You Are Real Champion আমার জানামতে সংবাদপত্র জাতির বিবেক হিসেবে সব গঠনমূলক ভূমিকা পালন করে থাক্র। আমি আশা করছি তোমার নেতৃত্বে এই বিডি স্টার টিভি বস্তনিষ্ঠ ও গঠনমূলক খবরাখবর পরিবেশনের মাধ্যমে জাতি গঠনের ইতিবাচক ভুমিকা যেন রাখতে পারে।
পাশাপাশি তোমার কলমের খোঁচায় সম্পাদকীয় কলামে তুলে ধরবে অসম্পাদায়িক চেতনায় বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশের মাধ্যমে নাটোর জেলার বরাইগ্রাম উপজেলা সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, হাসি-কান্না, বরাইগ্রাম উপজেলায় শিক্ষা,সংস্কৃতি, সামাজিকতা ও রাজনৈতিক প্রেক্ষাপট আর এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক মেধাবী মুখ যাহাদের মেধা ও পরিশ্রমে এ উপজেলা টি বেশ সমৃদ্ধ। পরিশেষে তোমার জন্য শুভকামনা।