পুরাতন ঢাকার অবস্থানগত এবং গুরুত্বপূর্ন অনেক স্থাপনার কারনে ঐতিহাসিকভাবে রাজনৈতিক অনেক গুরুত্ব বহন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় পুরাতন ঢাকার প্রানকেন্দ্র লক্ষীবাজারের দরবার হোটেলে আওয়ামীলীগের রাজনৈতিক কার্যালয় স্হাপন করেন। লক্ষীবাজারের দরবার হোটেলে বসে আমাদের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ অনেক রাজনৈতিক সিদ্ধান্ত নিতেন, সেই পুরাতন ঢাকা আজ-ও রাজনৈতিক ভাবে অনেক গুরুত্ব বহন করে। একসময় ঢাকা শহর বলতেই বুঝাতো পুরাতন ঢাকাকে।
পুরান ঢাকা থেকেই সারা বাংলার ব্যবসা- বানিজ্য পরিচালিত হতো। শ্যামবাজার, নবাবপুর,তাতীবাজার, ইসলামপুর বাংলাদেশের ঐতিহাসিক ব্যবসায়িক এলাকা।
পুরান ঢাকায় রয়েছে অনেক গুলো ঐতিহাসিক ও নামী-দামী শিক্ষা প্রতিস্ঠানঃ আমার প্রিয় বিদ্যাপিঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়,সরকারি শহীদ সোহরাওয়ার্দী বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল(মিডফোট হাসপাতাল), ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, মহানগর মহিলা কলেজ, সরকারি বাংলাবাজার গালস্ স্কুল, কলেজিয়েট স্কুল, সরকারি মুসলিম স্কুল, সেন্ট গেগরী স্কুল, সেন্ট জাভিয়ার গালস্ স্কুল, কেএল জুবিলী স্কুল, পগোজ স্কুল সহ অনেক গুলো শিক্ষা প্রতিস্ঠান।
পুরান ঢাকাতেই অবস্থিত ঐতিহাসিক জজকোর্ট, সি এম এম কোট, যার কথা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণে বলে গেছেন।
পুরাতন ঢাকাতেই অবস্থিত বাংলাদেশের সর্ববৃহত নদী- বন্দর সদরঘাট, যে পথে চাঁদপুর সহ সমস্ত দক্ষিণ বঙ্গের লক্ষ লক্ষ লোক প্রতিদিন যাতায়াত করে। এ কারনে ঐতিহাসিক পুরাতন ঢাকা রাজনৈতিক অনেক গুরুত্ব বহন করে। পুরান ঢাকা থেকে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় অতি সন্নিকটে। পাশেই ওয়ারী, যাএাবাড়ী, গেন্ডারিয়া, ডেমরা, কদমতলী, কেরানীগঞ্জ।
মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার উন্নয়নের প্রধান স্তম্ভ পদ্মা সেতুর দুটি লিংক রোড ও লিংক সেতু যা দিয়ে ঢাকা শহরে ঢোকা কিংবা বাহির হওয়ার প্রধান সড়ক তাও পুরান ঢাকায় অবস্থিত। অবস্থানগত কারনে এবং পুরান ঢাকার পাশ্ববর্তী হওয়ার কেরানীগঞ্জ আমাদের রাজনৈতিক অনেক গুরুত্ব বহন করে।
সেই পুরাতন ঢাকায় যার রাজনৈতিক হাতেঘড়ি এবং পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী বিশ্ববিদ্যালয় কলেজ ছাএলীগের সাবেক সফল সভাপতি, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, যার শ্লোগানে মুখরিত হতো পুরান ঢাকার রাজপথ, ৯০ এর গন-আন্দোলন সহ সকল আন্দোলনে যিনি জীবন বাজী রেখে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে অগ্রনী ভুমিকা পালন করেন, বিএনপি জামাত দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে বার বার মুত্যুর দুয়ার থেকে বেঁচে গেছেন, জননেত্রী শেখ হাসিনার বিশস্ত ভ্যানগার্ড, ঐতিহ্যবাহী পুরান ঢাকার প্রতিনিধি হিসাবে আজিজুল হক শামীম ভাইকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি হিসাবে দেখতে চাই।