দেশজুড়ে মানুষকে সমালোচনার পাত্র করে তুলছে কিছু কুসংস্কার লোক। সোশ্যাল মিডিয়ায় যারা তারকাদের ট্রোল করে তাদের ওপর খেপেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সাফ জানিয়ে দিয়েছেন, যারা বাস্তবে কর্মহীন হয়ে বাড়িতে বসে থাকে, তারাই তারকাদের নিয়ে ট্রোল করে। কোনো কাজ না পেয়েই তারা এভাবে নিজেদের মতামত জানায়। সম্প্রতি মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘করোনা এবং লকডাউন মানুষের মন এলোমেলো করে দিয়েছে। হাতে এখন অনেক অলস সময়। সবাই বাড়িতে বসে আছে, কোনো কাজ নেই।
তাই মানুষ সব কিছু নিয়ে বেশি ভাবছেন, আলোচনা করছেন এবং সঙ্গে ট্রোলও বেশি করছেন।’ তিনি আরো বলেন, অন্য কারো জীবনে নাক না গলিয়ে প্রত্যেকেরই উচিত নিজের জায়গায় নিজের মতো করে খুশি থাকা। যদি কেউ ট্রোল করে খুশি থাকেন, তাহলে তাঁকে তা-ই করেই খুশি থাকার উপদেশ দেন অভিনেত্রী।