এস এম খলিলুর রহমান হবিগঞ্জ প্রতিনিধি :
এস এম খলিলুর রহমান হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের মাঝে হবিগঞ্জ ফ্রেন্ডস সোসাইটির পক্ষে পিপিই প্রদান করেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কাশেম চৌধুরী। (২০ আগস্ট) বৃহস্পতিবার ১২ ঘটিকার সময় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ডাক্তার নার্সদের উপস্থিতিতে পিপিই বিতরণ করা হয়। করোনার এই ক্রান্তি লগ্নে সকল ডাক্তার নার্সরা তাদের নিজের জীবন বাজি রেখে সেবা দিয়ে যাচ্ছেন সাধারণ জনগনকে। প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, করোনার এই দুরসময়ে সরকারের পাশাপাশি আমাদেরকেও এই ভাবে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা করোনা কে জয় করতে পারব। তাই আমরা সকলে ঐক্যবদ্দ ভাবে কাজ করতে হবে। তিনি সকলেকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান,হাসপাতালের বিভিন্ন ডাক্তার ও ক্লাবের নেতৃবৃন্দ।