এস এম খলিলুর রহমান হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামে অবস্থিত “মডেল গণগ্রন্থাগারে বই পাঠে অংশ গ্রহণ করেন দেশের উল্লেখযোগ্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ। ১৯ আগষ্ট বুধবার তাঁরা মডেল গণগ্রন্থাগারটি পরিদর্শন করেন এবং বই পড়েন। উল্লেখযোগ্য শিক্ষার্থীগন হলেন- চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগের শিক্ষার্থী আশরাফুল করিম মিলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র সৈকত বিশ্বাস, বৃন্দাবন সরকারী কলেজের জীববিজ্ঞান বিভাগের ছাত্র অরুন আচার্য্য, দিশারী কেজি স্কুলের প্রধান শিক্ষক হোসাইন মোহাম্মদ শামসুদ্দিন, ব্যবসায়ী তারিফুল ইসলাম (আবু মায়া) প্রমুখ। শিক্ষার্থীগণ, মডেল গণগ্রন্থাগারের প্রশংসা করেন এবং গ্রন্থাগারের উত্তরোত্তর অগ্রগতি, উন্নতি ও সফলতা কামনা করেন।