কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের মলগঞ্জের শমশেরনগর বাজার চৌমুহনায় ব্রাদাস পার্টি সেন্টার তানবির এন্ড ক্লথ স্টোরে চুরি সংঘটিত হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল ) দিবাগত রাতে ব্রাদাস পার্টি সেন্টার নিচ তলা তানবির এন্ড ক্লথ স্টোরের সামনের সার্টারের তালা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, তানবির ক্লথ স্টোরে প্রবেশ করে মূল্যবান কিছু শাড়ি ও থান কাপড় ছাড়াও ক্যাশ বাক্স থেক রক্ষিত নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় চোর চক্র। দোখানের মালিক কুদ্দুস বলেন রাতেই একটি সার্টারের তালা ভেঙ্গে দামি দামি শাড়ি সহ কাপড় চুরি করে নিয়ে যায় চোর চক্র।
এছাড়াও ক্যাশে থাকা নগদ ৫০ হাজার টাকাও নিয়ে গেছে। চুরি হওয়া কাপড়ের দাম আনুমানিক ২ লক্ষ. ২৭ টাকা হবে বলেও সে জানায়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির এ এস আই বাবুল বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। তিনি রাতের পাহারাদার ও দোকান কর্মচারীদেরর জিজ্ঞাসাবাদ করছেন। তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে একটি সার্টারের তালা খুলে কাপড়গুলি নিয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।