কাপাসিয়া প্রতিনিধি :আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ প্রদিপাদ্যকে সামনেরেখে গাজীপুরের কাপাসিয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে ভূমিহীন ও গৃহহীন ২৫টি পরিবারের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের অধীনে উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশি গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরসভাপতি সিমিন হোসেন রিমি এমপি। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: ইসমাত আরা জানান, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কাপাসিয়াউপজেলার একশত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক জমিতে ১ লাখ ৭১হাজার টাকা ব্যয়ে ঘর নির্মাণ করে দেওয়া হবে। তারই অংশ হিসেবে ২৫টিঘর নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মাঝেউপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা যুবলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন প্রধান, ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ুম ভূঁইয়া প্রমুখ।