বেল্লাল হোসেন বাবু নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় পারিবারিক বিরোধে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ নাটোরের সিংড়ায় পারিবারিক বিরোধের জের ধরে কৃষক আবু কালাম খাঁ এর বসতি বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সম্প্রতি ঐ বাড়ি ভাংচুর করার পর তাদের দাপটে আবু কালাম নিজ বাড়িতে ফিরতে পারছেন না। আবু কালাম এর অভিযোগে জানা যায়, সম্প্রতি তাঁর স্ত্রী সোহাগী বিবি, তাঁর শিশু পুত্র সৈকত এবং তাঁকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ভাবে হুমকি, অন্যায় অত্যাচার করে আসছে। এমতাবস্থায় গত ১৫ অক্টোবর আসান, আ: সালাম ও আলমের নেতৃত্বে তাদের মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ঐদিন রাতে তাঁর বাড়িতে রাখা নগদ ৭৫ হাজার টাকা, সোনা, গহনা, অটোভ্যানসহ প্রয়োজনীয় আসবাবপত্র লুট করে নেয়। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।