খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ ঃ
গতরাত ১১ টার দিকে মুক্তাগাছা রাজবাড়ির সামনে প্রতিবন্ধিস্কুলের ভিতর স্কুল ছাত্রকে খুন করা হয়ছে। নিহতের নাম বিজয় দাস।
নিহত বিজয় শহরের দড়িচারানী বাজার তামাক পট্রি এলাকার লিটন সাহার সন্তান।বিজন দাস নবারুণ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র।ছাপান্নপ্রহর মাঠে শেষদিনে কীর্তন চলাকালীন সময়ে মোটরসাইকেলে ঘোরাঘুরির সময় ধাক্কা লাগার ঘটনায় ২ দল যুবকের মধ্যে কথা কাটাকাটি থেকে ঘটনার সুত্রপাত বলে নিশ্চিত করেন মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ।তিনি বলেন এই ঘটনায় বিজয় সাহাসহ মোট ৪ জন গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে রাতে বিজয় সাহা মারা যায়। মৃত দেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আরও ৩ জন আহতরা হলেন আবির,অর্পণ ও দিপ্ত।তাদেরকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।