রংপুর থেকে নাসরিন নাজ।
– বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ রংপুর জেলা শাখার মাসিক সভা গতকাল ২৬ সেপ্টেম্বর রংপুর লায়ন্স স্কুল সংলগ্ন নুরজাহান পাঠাগারে রংপুর জেলা কমিটির সভাপতি রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য দেন নজরুল পাঠাগারের সাধারন সম্পাদক রশিদুস সুলতান বাবলু, ছড়াকার সংগঠক এস এম খলিল বাবু,রফিকুজ্জান দুলাল,কবি সাংবাদিক সংগঠক,নাসরিন নাজ,মওদুদ আহমেদ, রাজিয়া সুলতানা, নির্মল চন্দ্র, সাইফুদ্দিন মুরাদ,আরমান খান কিরন, নাজমুল করিম,তুহিন মিয়া,ওমর আলী,কবি সংগঠক শ্যামলী বিনতে আমজাদ, ওয়াযেদুর রহমান, ফরহাদ সরকার প্রমুখ। বক্তারা জেলার সকল রেজিষ্ট্রেশনকৃত পাঠাগারকে নিয়মিত চালু রাখা সহ আগামীতে সরকারি সকল সুযোগ সুবিধাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভা পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরজাহান পাঠাগারের সভাপতি ডলার।