অমৃত জ্যোতি(ধর্মপাশা,সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার মধ্যনগরে যথাযথ মর্যাদায় রথযাত্রানুষ্ঠান উদযাপিত হয়েছে।
১লা এপ্রিল শুক্রবার মধ্যনগর শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রমের উদ্যোগে ঐতিহ্যবাহী রথযাত্রা দিবসের শুরুতে জগন্নাথ দেবের পদে ভক্তগন ফলমুলাদি ভোগ নিবেদন করেন।
দুপুরপরে মধ্যনগর জগন্নাথ জিউর মন্দির থেকে রথটি যাত্রা করে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারচত্বরে বিকেলে ও সন্ধ্যায় ভোগারতি সমপ্তি হয়।আশ্রম কমিটির সভাপতি প্রবীর বিজয় তালকদার জানান হিন্দু সনাতনী ধর্মীয় ঐতিহ্যের রথযাত্রানুষ্ঠান সুশৃঙ্খল পরিবেশে মধ্যনগর থানা প্রশাসন ভক্তদের সার্বিক নিরাপত্তায় সু-সম্পন্ন হয়েছে।