মোঃহারুনুর রশিদ-কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার অন্তর্ভূক্ত কচুয়া থানার সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমরা করোনার মতো ভয়ঙ্কর মহামারিতে আপনাদের পাশে ছিলাম এবং আগামিতেও থাকবো ইনশাআল্লাহ।
আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এর সহযোগী সংগঠন থেকে প্রতিটি থানা/জেলায় সেচ্ছাসেবী টিম গঠন করেছি করোনায় মৃত ব্যক্তির দাফন কাপন করার জন্য। আমাদের দাফন/কাপনের কাজ চাঁদপুর জেলায় ১৬২তম হইছে। করোনায় মৃত ব্যক্তির দাফন /কাপন করতে আমরা এখনো প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সকল থানার ন্যায় কচুয়াতে আমরাও অতিতে দাফন /কাপন সম্পন্ন করেছি, এবং আগামিতেও করতে প্রস্তুত আছি। তাই কচুয়ার সর্ব সাধারনের দৃষ্টি আকর্ষন করছি, আপনাদের আশে-পাশে কেউ করোনায় মৃত্যু বরণ করলে, আতঙ্ক না ছড়িয়ে আমাদেরকে খবরদিন, আমরা অতিতের ন্যায় এবারও সেচ্ছায় দাফন/কাপন করে আসবো ইনশাআল্লাহ।