ষ্টাফ রিপোর্টার,
অনলাইন টিভি চ্যানেল বিডি স্টার টিভির ষ্টাফ রিপোর্টার ও উপদেষ্টা সদস্য মোহাম্মদ আকরাম হোসেন (রিপন) দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়ে সুস্থতা লাভ করেছেন।
গতকাল বৃহস্পতিবার নমুনা দিলে আজ শুক্রবার সকালে তিনি নেগেটিভ রিপোর্ট পান। তার আগে গত তেশরা এপ্রিল তার জ্বর-কাশি ও গলাবেথা দেখাদিলে ৪ তারিখ রবিবার তিনি কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে করোনা পরীক্ষার নমুনা দেন। ওই দিন বিকালে তিনি পজেটিভ রিপোর্ট পান। তার পর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিয়ে ১৯ দিন পর তিনি করোনা মুক্ত হলেন। উল্লেখ্য গত বছরের একই মাসের ১৮ তারিখে তিনি আরো একবার করোনা আক্রান্ত হয়েছিলেন।