রিপোর্ট: আব্দুর রশিদ, কলমাকান্দা প্রতিনিধি।
বিস্তারিতঃ নেএকোণার কলমাকান্দায় ৯০ বছর বয়সী বৃদ্ধার বয়সী ফাতেমা বেগম নামে একজনের করোনায় শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। ফাতেমা বেগম উপজেলার বড়খাপন ইউনিয়নের পুটিকা গ্রামের বাসিন্দা।স্হানীয় সূত্রে জানা যায়,বৃদ্ধা ফাতেমা বেগম নিজ বাড়িতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে।গত রবিবার (৯ আগস্ট) সকালে কলমাকান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের লোকজন।
পরে ঐদিন রোগীর কথা শুনে করোনা সন্দেহ হলে নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে পাঠায়।বুধবার (১২ আগস্ট ) বৃদ্ধা ফাতেমা বেগম এর কোভিড -১৯ পজিটিভ এসেছে। বৃদ্ধা ফাতেমা বেগম বর্তমানে নিজ বাড়িতেই আছেন।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন,বুধবার রাতে কোভিড-১৯ পরীক্ষায় বৃদ্ধা ফাতেমা বেগম এর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।এখন তিনি নিজ বাড়িতে আছেন ও ভাল আছেন।