শারমিন শাহরিয়ার ইতি। চাটখিল উপজেলা প্রতিনিধি।
চাটখিল, নোয়াখালী। নোয়াখালী জেলার চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ তিথি আজিজ এর ভুল চিকিৎসায় প্রান দিতে হলো একজন গর্ভবতী মা(আমেনা বেগম)কে। ডাঃ তিথি আজিজের অদক্ষতা এবং খাম-খেয়ালী মনোভাবে জন্য এরুপ দুর্ঘটনা ঘটেছে বলে আশা করা যাচ্ছে। নিহত আমেনা বেগম(৩৭) লক্ষীপুর জেলার রামগঞ্জ থানাধীন আলিপুর হুজুর বাড়ির আনোয়ার হোসেনের স্ত্রী। গর্ভাবস্থায় নিহত আমেনা বেগম ডাঃ তিথি আজিজের চিকিৎসাধীন ছিলেন।গত ১৭সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১টায় আমেনা বেগম কে তিথি আজিজ চাটখিলের একটা বেসরকারি হসপিটাল(চাটখিল স্কয়ার হসপিটাল)এ সিজার করান।সিজার এর সময় তিথি আজিজের খাম খেয়ালী এবং অদক্ষতার কারনে আমেনা বেগমের অস্ত্রপাচার সফল হয়নি।সিজারের পর বেশ কয়েক ঘন্টা আমেনা বেগমের প্রচুর রক্তপাত হয়।যা বন্ধ করতে তিথি আজিজ ব্যর্থ হন।এবং তড়িঘড়ি করে সন্ধ্যা ৭টায় আমেনা বেগমকে মাইজদী পাঠিয়ে দেওয়া হয়।সেখানে আমেনা বেগম কে মাইজদী আমেরিকান স্পেশালিস্ট হসপিটালে ভর্তি করানো হয়।এবং সেখানকার একটি মেডিকেল টিম দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর তারা নিহত আমেনা বেগমের স্বামী আনোয়ার হোসেন কে পরামর্শ দেন আমেনা বেগম কে ঢাকা নিয়ে যাওয়ার।সেখানে নেওয়ার মাঝ পথেই রাত ১০টায় আমেনা বেগমের মৃত্যু হয়। এ বিষয়ে ডাঃ তিথি আজিজের মন্তব্য জানতে বারবার তার মুঠোফোনে ফোন করা হলেও তার সাথে কোনও যোগাযোগ করা যায়নি।