বিষেশ প্রতিনিধি
মোঃকাঞ্চন লস্কর
৩১/৮/২০২০ইং
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন সভাপতি জননেত্রী শেখ হাসিনা এমপি’র পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি’র নির্দেশনায়, এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর তত্ত্বাবধানে, ১০টি হাসপাতালে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরন করা হয়। তারই অংশ হিসেবে ত্রান ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য এবং আওয়ামী লীগের টেলিমেডিসিন যৌথ স্বাস্থ্যসেবা কমিটির প্রধান সমন্বয়ক ডাঃ শেখ ফয়েজ আহমেদ হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা ও করোনা প্রতিরোধ সামগ্রী জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ বাহার উদ্দিন ভূইয়ার কাছে হস্তান্তর করেন। এই সময় উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ সৈয়দ মাহমুদুল আজিজ, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডাঃ খালেকুল ইসলাম ববি, ডাঃ ইলোরা শারমিন, ডাঃ স্বপন, ডাঃ জুয়েল, ডাঃ প্রদিপ, ডাঃ সোমিত্র, ডাঃ তারেক, ডাঃ হাফিজ, ডাঃ মুন্নি, ডাঃ দিপ, ডা আজিম, ডাঃ সাকিল, ডাঃ জুম্মন, ডাঃ রনি, ডাঃ সোমা, ডাঃ রাহাত, ডাঃ নাজমুল, ডাঃ তানভির, ডাঃ পবন, ডাঃ আদনান, ডাঃ ইশতিয়াক সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা ও করোনা প্রতিরোধ সামগ্রী উপহারের জন্য হাসপাতালের পরিচালক এবং কলেজের অধ্যক্ষ প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।