টাঙ্গাইল-৮ আসনের এমপি জোয়াহের করোনা মুক্ত;

0
9

মোঃ তারেক ইসলাম সিয়াম, টাঙ্গাইল প্রতিনিধি :

বিস্তারিত : দীর্ঘ ২৮ দিন পর টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা স্কয়ার হাসপাতালে পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ আসে।
গত (১৬ জুলাই) তাঁর শরীরে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। ওইদিন রাতেই তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
প্রায় এক মাস পর তিনি করোনা ভাইরাস থেকে মুক্ত হলেন।
শুক্রবার (১৪ আগস্ট) সংসদ সদস্যের পরিবারের সদস্যরা এ তথ্যটি নিশ্চিত করেছেন।
সংসদ সদস্যের সহোদর যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার বলেন, তিনি করোনামুক্ত ও সুস্থ হলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও ২/১ দিন ঢাকা স্কয়ার হাসপাতালেই থাকবেন।
এরপর তিনি টাঙ্গাইল বাসায় ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here