তিন কোটি রোগীর মধ্যে ২ কোটি ১২ লক্ষের অধিক রোগী সুস্থ

0
14

গত একদিনে সারা বিশ্বে ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪২ হাজার ৫ জন, মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৬১ জনের।
এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ভারতে ৮১ হাজার ৯১১ জন, মৃত্যু ১ হাজার ৫৪ জনের৷ যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৭২ জন, মৃত্যু ৪৮০ জনের এবং ব্রাজিলে ১৯ হাজার ৮৯ জন, মারা গেছে ৪৫৪ জন।
মহামারির দৈনিক তথ্য প্রকাশকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটার বলছে, মঙ্গলবার সকাল পর্যন্ত সারাবিশ্বে ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ২ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৫৬৩ জন।
এর মধ্যে মোট মৃত্যু ৯ লাখ ৩২ হাজার ৭১৪। মাঝামাঝি অবস্থায় আছেন ৭১ লাখ ৭১ হাজার ১১৩ এবং গুরুতর অবস্থায় আছেন ৬০ হাজার ৭৭৭ জন।
আর সারা বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ১২ লাখ ৭৪ হাজার ৯৬০ জন।
করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত মানুষের সংখ্যা ৬৭ লাখ ৪৯ হাজার ২৮৭ জন এবং মারা গেছে ১ লাখ ৯৯ হাজার।

ব্রাজিলে মোট আক্রান্ত ও মৃত্যু যথাক্রমে ৪৩ লাখ ৪৯ হাজার ৫৫৪ জন ও ১ লাখ ৩২ হাজার ১১৭ জন।

ব্রাজিলকে ছাড়িয়ে শীর্ষে দুয়ে উঠে আসা ভারতে মোট আক্রান্ত হয়েছে ৪৯ লাখ ২৬ হাজার ৯১৪ এবং মারা গেছে ৮০ হাজার ৮০৮ জন।
বিশ্ব মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সারাবিশ্বে প্রায় ৩ কোটির মধ্যে ২ কোটি ১২ লক্ষাধিক রোগী সুস্থ হয়ে উঠেছেন।

বিশেষজ্ঞদের আশঙ্কা, একসময় করোনার শীর্ষ আক্রান্ত দেশে পরিণত হবে ভারত
ভারত বর্তমানে করোনার মূল কেন্দ্রে পরিণত হয়েছে৷ এরই মধ্যে দৈনিক আক্রান্তের সব রেকর্ড ভেঙে দিয়েছে দেশটি। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে নিজেদের রেকর্ড৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here