সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা শ্যামনগরে নদী পার হওয়ার সময় নৌকার ওপর সন্তান প্রসব করলেন প্রসূতি। শুক্রবার রাতে দেশের সর্ব দক্ষিণে দ্বীপ এলাকা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে ওই প্রসূতিকে নদীর চরে রেখে সুস্থ করা হয়। উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সোরা গ্রামের কাশেম গাজী জানান, শুক্রবার বিকেলে তার মেয়ে শামিমা খাতুনের (১৮) প্রসব বেদনা শুরু হয়। এ সময় স্থানীয় ধাত্রীকে ডাকা হয়। তিনি চেষ্টা করেও সন্তান প্রসব করাতে না পেরে হাসাপাতালে নেওয়ার পরামর্শ দেন। গাবুরা থেকে উপজেলা সদরে যাওয়ার একমাত্র মাধ্যম নদীপথ। বিকল্প উপায় না থাকায় নৌকা ভাড়া করে প্রসূতিকে নিয়ে উপজেলা সদরের হাসপাতালে যাওয়ার পথে নৌকার মধ্যেই প্রসূতি সন্তান প্রসব করে। পরে তাকে পাশ্ববর্তী বুড়িগোয়ালিনী নামক স্থানে খোলপেটুয়া নদীর চরে রেখে কিছুটা সুস্থ করা হয়। রাতে দুর্গম এলাকায় অ্যাম্বুলেন্স না যাওয়ায় নবজাতকসহ প্রসূতিকে হাসপাতালে না নিয়ে নৌকা যোগে গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।