বি.সরকার, পাইকগাছা খুলনা প্রতিনিধি।
পাইকগাছায় কোভিড-১৯ ভেকসিন দিতে যতেষ্ঠ সাড়া পাওয়া যাচ্ছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে কোভিড-১৯ ভেকসিন শুভ উদ্বোধনীর মধ্য দিয়ে দিতে শুরু করলেও প্রথমদিকে তেমন সাড়া পাওয়া যায়নি। আজ অনান্য দিনের তুলনায় প্রায় দ্বিগুণ পরিমাণ ভেকসিন দেয়া হয়েছে বলে জানা গেছে।
খুলনার সিভিল সার্জন অফিসের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ এবং পরিসংখ্যানবিদ মোঃ বশির উদ্দিন আহমেদ লিখিতভাবে জানান, আজ (১৮ ফেব্রুয়ারি) পাইকগাছায় মোট ৯১০ জনকে কোভিড-১৯ ভেকসিন ১ম ডোজ প্রয়োগ করা হয়েছে তার মধ্যে পুরুষ ৫৪৬ জন এবং মহিলা ৩৬৪ জন, গতকাল (১৭ ফেব্রুয়ারি) পাইকগাছায় মোট ৭১০ জনকে কোভিড-১৯ ভেকসিন ১ম ডোজ প্রয়োগ করা হয়েছিল তার মধ্যে পুরুষ ৪০৫ জন এবং মহিলা ৩০৫ জন, আরও জানাযায় গত ১৬ ফেব্রুয়ারি পাইকগাছায় মোট ৪৫০ জনকে কোভিড-১৯ ভেকসিন ১ম ডোজ প্রয়োগ করা হয়েছিল তার মধ্যে পুরুষ ২৭৬ জন এবং মহিলা ১৭৪ জন।