এদিকে,(covid-19)করোনার ভ্যাকসিন অনুমোদন দেয়ায় উচ্ছ্বসিত ব্রিটেনবাসী। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও আশা করছেন এই ভ্যাকসিনে মুক্তি মিলবে মহামারী থেকে। ভ্যাকসিনের অনুমোদন দেয়ার পরই সামনে আসে কবে পাবে ব্রিটেনের সাধারণ মানুষ।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী এরইমধ্যে জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকাদের ওপর টিকার প্রয়োগ শুরু হবে। প্রথম দফায় ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের কর্মীদের মাঝে এই ভ্যাকসিন প্রয়োগ করা হতে পারে জানালেন বাংলাদেশি চিকিৎসক। এখনও পর্যন্ত ছটি দেশে ৪৩,৫০০ জনের শরীরে ফাইজার ও বায়োএনটেক টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে এবং এতে ঝুঁকিপূর্ণ কিছু দেখা যায়নি। ভ্যাকসিন অনুমোদনের খবর ছড়িয়ে পড়ায় স্বস্তিতে প্রবাসী বাংলাদেশীসহ পুরো ব্রিটেনবাসী।
ভ্যাকসিন নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে।তবে কোনটা আমাদের জন্য ভালো হবে তা চিকিৎসক ও বিশেষজ্ঞরা ঠিক করবেন। টিকার প্রয়োগ শুরু হলেও এখনো সতর্ক অবস্থায় থাকতে হবে এবং করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাস্থ্য সতর্কতার নিয়মকানুন কড়াকড়িভাবে মেনে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।