দিন যতই যাচ্ছে মৃত্যুর মিছিল যেন কমছেনা দিনদিন বাড়ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ৬০৯ জনের। আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে করেনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৭৮৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৬২ হাজার ৪০৭ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৭৮ হাজার ১৭২ জন। এছাড়া সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৮৬৪টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৩৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৭ লাখ ৫৭ হাজার ৩২৯টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৩ দশমিক শূন্য ২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৭৮ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ। সর্বশেষ মৃত ২৯ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও নারী ছয় জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম ও রংপুর বিভাগে দুই জন করে চার জন। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগে এক জন করে দুই জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ২৯ জন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৮২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৫৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯১ হাজার ১৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৮ হাজার ১৮৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৮৩৩ জন।
সর্বশেষ সংবাদ
পাইকগাছা থানার ইনচার্জ এজাজ শফীর একুশে স্মৃতি সম্মাননা পদক লাভ বিভিন্ন মহলের অভিনন্দন
মোঃ ফসিয়ার রহমান :-
কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় খুলনা জেলার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফী অমর একুশে স্মৃতি সন্মাননা পদক লাভ করেছেন।
স্বাধীনতা সংসদ...
পাইকগাছার দেলুটিতে অপরিচিত একব্যক্তির মৃত দেহ উদ্ধার: ওসির ঘটনাস্থল পরিদর্শন
মোঃ ফসিয়ার রহমান :-
পাইকগাছার দেলুটি ইউপিতে অপরিচিত পরিত্যক্ত একব্যক্তির মৃত দেহ উদ্ধার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শনিবার দেলুটি ইউনিয়নের জকারহুলায় ইউপি সদস্য...
জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আশুগঞ্জে বর্ণাঢ্য রেলিও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ নাহিদ সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :-
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি...
তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য দেখতে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
আজ (২৭ফেব্রুয়ারী) শনিবার দুপুরে টাঙ্গুয়ার...
নবাবগঞ্জে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্ভোধন
দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
সোবহান আলম ২৭ ফেব্রুয়ারি, রোজ শনিবার সকাল ১১ঘটিকায়। নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের মধ্য খালিপপুর দ্বি - মূখী উচ্চ বিদ্যালয় এর...