আকতারুজ্জামান নাইম মান্দা প্রতিনিধি:
করোনা প্রতিরোধ এবং সচেতনা বাড়াতে নওগাঁর মান্দা উপজেলা আ.লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল দলীয় নেতাকর্মীদের নিয়ে মাস্ক বিতরণ করেছেন।
সোমবার সকালে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে মাস্ক বিতরণ করেন। মাস্ক বিতরণের সময় নাজিম উদ্দিন মন্ডল বলেন, প্রত্যকটি মানুষ যেন করোনা ভাইরাস থেকে মুক্ত থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে সেই লক্ষ্যে সাধারন মানুষদের মাঝে সচেতনা বাড়াতে উপজেলা আ.লীগের পক্ষ থেকে মাস্ক বিতরণ করছি। মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রসাদপুর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক তাপস কুমার রায়, কুসুম্বা ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, যুবলীগ নেতা বাবুল রেজা বাবু, ইউপি সদস্য সাইফুল ইসলাম,ও ছাত্রলীগ নেতা শাহরিয়ার ফেরদৌস সৈকত, প্রমুখ।