তাপস কর.ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মহামারী করোনা প্রাদুর্ভাবের মধ্যে আগের মতোই চলছে সব কিছু। কোথাও নেই করোনা ভীতি। রাস্তাঘাটে যানজট, দোকানপাটে লোকজনের উপচে পড়া ভিড়, মুখে মাস্ক নেই, হাত ধোয়া বা সামাজিক দূরত্বের চিহ্ন নেই কোথাও। আর সচেতনতামূলক প্রচারণা ও স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার নেই প্রশাসনিক কোনো পদক্ষেপ। অন্যদিকে নমুনা দেওয়ার আগ্রহও মানুষের মধ্যে একেবারেই কমে গেছে। এ অবস্থায় সংক্রমণ ঝুঁকি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৯ মার্চ থেকে এ পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছেন ৯৬৯ জন। এর মধ্যে ৮৮ জনের পজিটিভ সনাক্ত হয়েছে, ২ জন মারা গেছেন। তবে উপসর্গ না থাকায় ৮৫ জনই সুস্থ হয়েছেন। এখন প্রতিদিন একজন বা দু’জন নমুনা দিতে আসেন। কোনো দিন কেউ নমুনা দিতে আসেন না কেউ। তবে নমুনা দিতে না এলেও অনেকেই জ্বর, সর্দি, কাশিসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে এলেও তাদের সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইনুদ্দিন খান বলেন, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন সব কিছু স্বাভাবিকভাবে চলার কারণে মানুষের মধ্যে করোনা ভীতি কেটে গেছে। এ জন্যই নমুনা দেওয়ায় আগ্রহ নাই। তবে সংক্রমণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্যবিধি মানা খুব জরুরি। পূর্বের মতোই সচেতনতামূলক প্রচারণা প্রয়োজন।