যশোরের শার্শায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক চিকিৎসকের মৃত্যু

0
10
মো আবু বাক্কার সিদ্দিক বেনাপোল প্রতিনিধি শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিুকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মতিয়ার রহমান (৫২) নামের ওই চিকিৎসকের মৃত্যু হয়। মতিয়ার যশোরের শার্শার বাগআঁচড়া ঘোষপাড়া এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুরে। তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় বাগআঁচড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। ইউসুফ বলেন, “গত ২০ অগাস্ট চিকিৎসক মতিয়ারের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হওয়ার পর স্বাস্থ্য বিভাগের পরামর্শে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। পরে শ্বাসকষ্ট দেখা দিলে শুক্রবার তাকে খুলনায় নেওয়া হয়; এবং সেখানই তার মৃত্যু হয়। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বলেন, কোভিড-১৯ আক্রান্ত হয়ে রোববার রাতে ডাক্তার মতিয়ার রহমান মারা যান। সোমবার দুপুরে ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তাকে দাফন করার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here