চিফ রিপোর্টার এ কে আজাদ সেন্টু:
করোনা ভাইরাস প্রতিরোধে ও সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের লালপুর থানা পুলিশ লালপুর বাজারে অভিযান পরিচালনা করে।
শনিবার (১৭ মার্চ) লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান নেতৃত্বে পুলিশের একটি দল লালপুর ত্রিমোহনী চত্বর, কাচা বাজার, কাপড় পট্টি সহ বাজারের বিভিন্ন পয়েন্টে জনসাধারণকে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগনকে সচেতন করেন।
এছাড়াও লালপুর উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক ফারুক হোসেনের নেতৃত্বে ওয়ালিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয় । তবে লালপুর বাজারের বিভিন্ন পয়েন্টে লোক সমাগম দেখা গেছে চোখে পড়ার মতো। অনেকেই মাস্ক পরিধান ছাড়াই বাজার এলাকায় চলা ফেরা করতে দেখা গেছে। লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. ফজলুর রহমান সরকার ঘোষিত লকডাউন ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।