মৌলভীবাজার জেলা প্রতিনিধি গোবিন্দ মল্লিক মৌলভীবাজার
অদ্য ২৩ সপ্টেম্বের রোজ বোধবার মৌলভীবাজার সদর উপজলোর কনকপুর ইউনিয়নের সাড়িয়া(কনকপুর) এর এমদাদ ময়িা (৪১) পতিা মৃতঃ তাওহদি ময়িা, করোনা উপর্সগ নিয়ে সিলেট উসমানী মডেকিলে হাসপাতালে গত রাত সন্ধা ৭টার সময় মৃত্যুবরণ করনে। মৌলভীবাজার সদর উপজলো নির্বাহি র্কমর্কতা শরীফুল ইসলামরে নির্দেশনায় এবং ৮নং কনকপুর ইউপি চয়োরম্যান রজোউর রহমান চৌধুরীর উপস্থতিতে জানাযা ও দাফন-কাফন এবং কবর খনন করেছে ইকরামুল মুসলমিীন সংগঠন এ্ই নিয়ে ইকরামুল মুসলমিীন মৌলভীবাজাররে ২১তম করোনা উপর্সগে মৃত্যু,ব্যাক্ত দাফন কাজ সম্পান্ন করেন! ইকরামুল মুসলমিীন মৌলভীবাজাররে সভাপতি মাওঃ এহসানুল হক জাকারয়িা জানান- গত ১৯ সপ্টেম্বের মৃত ব্যক্তরি ছোট ভাই সমুন ময়িা করোনা উপর্সগ নিয়ে সলিটে উসমানী মডেকিলে হাসপাতালে মৃত্যু বরণ করনে, আমরা দাফন-কাফন কর। এবং উনার বড় ভাই এমদাদ ময়িার শাররিকি অবস্থা র্দূবল দেখি। এরপর শাররিকি অবস্থার আরো অবনতি হলে সলিটে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেকানে চিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করনে। উভয় দাফন-কাফনে উপস্থতি থেকে কাজ সম্পান্ন করি, এটা ইকরামুল মুসলিমীন মৌলভীবাজাররে ২১তম দাফন-কাফন। এর আগে, শ্রীমঙ্গল উপজলোয় ৭ টি মৌলভীবাজার সদরে আজসহ ৮টি, রাজনগরে ২টি, জুড়ীতে ২টি বড়লখোয় ১টি, এবং কুলাউড়া উপজলোয় ১ টি দাফন-কাফনে অংশগ্রহণ করেন।